Logo
Logo
×

সারাদেশ

ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

চার সাংবাদিকের রিমান্ড-জামিন শুনানি ৩ নভেম্বর

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১০:৩৮ পিএম

চার সাংবাদিকের রিমান্ড-জামিন শুনানি ৩ নভেম্বর

লক্ষ্মীপুরের রামগঞ্জে ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেক ইকবালের আত্মহত্যার ঘটনায় গ্রেফতার চার সাংবাদিকের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এছাড়া সাংবাদিকদের আইনজীবী তাদের জামিন আবেদন করেন। এতে মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন আগামী রোববার রিমান্ড ও জামিন আবেদনের শুনানি করবেন বলে দিন ধার্য করেন। 

সন্ধ্যায় জিআরও (জেনারেল রেজিস্ট্রার অফিসার) ও কোর্ট পুলিশের এএসআই আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছে। অভিযুক্তদের আইনজীবী জামিন আবেদন করেছেন। পরে আদালত রিমান্ড ও জামিন শুনানির জন্য ৩ নভেম্বর দিন ধার্য করেছেন। 

সাংবাদিকদের আইনজীবী মো. খোরশেদ আলম গণমাধ্যমকে বলেন, সোমবার বিকালে মামলায় অভিযুক্তদের আদালতে হাজির করে পুলিশ। আদালতে বিচারক না থাকায় আমাদের জামিন আবেদনের শুনানি হয়নি। মঙ্গলবার আদালত জামিন ও রিমান্ডের আবেদনের শুনানির জন্য সময় (৩ নভেম্বর) ধার্য করে দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাবর আলী বলেন, ব্যাংক কর্মকর্তাকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য আমরা আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেছি। আদালত কোনো আদেশ দেননি। কোনো কাগজপত্রও আমাদের আদালত থেকে দেওয়া হয়নি। 

ব্যাংক কর্মকর্তা রবিনের স্ত্রী শারমিন আক্তার রিমু জানান, পল্লী সঞ্চয় ব্যাংকের রামগঞ্জ শাখার ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় তদন্ত চলছে। এ বিষয় নিয়ে বেশ কয়েকবার তার স্বামীর সঙ্গে সাংবাদিকদের কথা হয়। সবশেষ রোববার দুপুরে সাংবাদিকরা আবারও ব্যাংকে যায়। ব্যাংকের ব্যবস্থাপক বিবি রাহিমা বেগম প্রশিক্ষণে থাকায় মোস্তফা চলতি দায়িত্বে ছিলেন। একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। চার সাংবাদিক সংবাদ প্রকাশ করার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিলেন। ঘটনার দিনও দাবিকৃত টাকার জন্য চাপ দেন তারা। একপর্যায়ে তাদের চাপ সইতে না পেরে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে মোস্তফা আত্মহত্যা করেন। তাদের হুমকির কারণে ঘটনাটি ঘটেছে।

রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. ফারুক হোসেন গ্রেফতার ওই চার সাংবাদিকের বরাত দিয়ে জানান, বিষয়টি নিয়ে ৪ সাংবাদিকের সঙ্গেই কথা হয়েছে। তারা জানিয়েছেন, অনিয়মের ঘটনার তথ্যের জন্য তারা ব্যাংকের ব্যবস্থাপকের কাছে গিয়েছেন। তখন মোস্তফার সঙ্গে তাদের কোনো কথা হয়নি। তাদের বিরুদ্ধে হুমকি, টাকা দাবি ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগ সঠিক নয়।

প্রসঙ্গত, রোববার রামগঞ্জ উপজেলা পরিষদের নবনির্মিত ৫ তলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিলে পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার মোস্তফা তারেক রবিনের মৃত্যু হয়। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার মোস্তফা কামালের ছেলে।

এদিকে মোস্তফার মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে সোমবার তার স্ত্রী শারমিন আক্তার রিমু বাদী হয়ে ৪ সাংবাদিকের নামে মামলা করেন। এতে ইত্তেফাকের প্রতিনিধি জাকির হোসেন মোস্তান, যায়যায়দিনের বেলায়েত হোসেন, সমকালের জাকির হোসেন ও মানবকণ্ঠের শাখাওয়াত হোসেনকে আসামি করা হয়। তারা পত্রিকাগুলোর রামগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। ঘটনার দিন বিকালেই পুলিশ তাদের আটক করে। পরে মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার বিকালে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে। আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম