লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ, সম্পাদক মিনহাজ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৯:৫৫ পিএম
চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৭ পদের মধ্যে ৬ পদে গোপন ব্যালটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে দৈনিক পূর্বদেশ প্রতিনিধি এম. সাইফুল্লাহ চৌধুরী সভাপতি এবং মাই টিভি ও ঢাকা টাইমস লোহাগাড়া প্রতিনিধি শাহজাদা মিনহাজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরিফুল ইসলাম রিফাত (সময়ের আলো) নির্বাচিত হন।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৪ জন। ভোট গৃহীত হয় ২১টি। তার মধ্যে একটি ব্যালেট পেপার বাতিল হয়।
নির্বাচনে সভাপতি পদে ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন উপজেলার দৈনিক পূর্বদেশ প্রতিনিধি এম.সাইফুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক পদে ১৪ ভোট পেয়ে নির্বাচিত হন মাই টিভি ও ঢাকা টাইমস লোহাগাড়া প্রতিনিধি শাহজাদা মিনহাজ, সাংগঠনিক সম্পাদক পদে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন এরশাদ আলম (গ্লোবাল টেলিভিশন), অর্থ সম্পাদক পদে ১৯ ভোটে নির্বাচিত হন মোজাহিদ হোছাইন সাগর, দপ্তর সম্পাদক পদে মোক্তার হোসেন ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা করেন আলহাজ মোস্তফিজুর রহমান কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের।
সহায়তায় ছিলেন উপজেলা স্কাউট সম্পাদক ও সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোবারক আলী, উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারী জয়দেব।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনি কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইনামুল হাছান, থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান, উপজেলা জামায়াত আমীর মাওলানা অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী ও সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাজ্জাদুর রহমান প্রমুখ।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আবদুল জব্বার ফিরোজ (দৈনিক যায়যায়দিন), সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ (দৈনিক ইত্তেফাক),যুগ্ম-সাধারণ সম্পাদক কাইছার হামিদ তুষার (প্রথম আলো), সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম (গ্লোবাল টিভি), অর্থ সম্পাদক মোজাহিদ হোছাইন (দৈনিক সকালের সময়), প্রচার সম্পাদক এহতেশামুল হক (বাংলা এডিশন), দপ্তর সম্পাদক মোক্তার হোসেন (বিজয় টিভি), ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম রিফাত (দৈনিক সময়ের আলো),
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, এম.এম. আহমদ মনির (দৈনিক পূর্বকোণ), অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক (দৈনিক ভোরের ডাক), মোহাম্মদ মারুফ (দৈনিক আজাদী), জাহেদুল ইসলাম (দৈনিক যুগান্তর), দেলোয়ার হোসেন রশিদী (দৈনিক দিনকাল), রায়হান সিকদার (দৈনিক প্রতিদিনের সংবাদ), সাইফুল ইসলাম (এশিয়ান টিভি), আবুল কালাম আজাদ (দৈনিক আনন্দবাজার), আব্দুল ওয়াহাব (আনন্দ টিভি) এবং সদস্য: সাত্তার সিকদার (দৈনিক চট্টগ্রাম প্রতিদিন), আতাউর রহমান মাসুদ (দৈনিক খবরপত্র), তাহমীদুল আলম কাউছার (দৈনিক আজকের বসুন্ধরা) ও মোহাম্মদ ইউসুফ (দৈনিক নিউজ চাটগাঁ)।