Logo
Logo
×

সারাদেশ

গৌরীপুরে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টাকালে বখাটের ছুরিকাঘাতে দুই শিক্ষক আহত

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৯:৫৪ পিএম

গৌরীপুরে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টাকালে বখাটের ছুরিকাঘাতে দুই শিক্ষক আহত

ময়মনসিংহের গৌরীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস থেকে মঙ্গলবার ৯ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

এ সময় স্কুলছাত্রীকে রক্ষা করতে গিয়ে বখাটের ছুরিকাঘাতে আহত হন বিদ্যালয়ের ফার্ম মেশিনারি বিভাগের শিক্ষক সাকিব আল হাসান ও ইলেক্ট্রিক্যাল বিভাগের শিক্ষক আল আমিন। তারা গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

ভুক্তভোগী স্কুলছাত্রী জানায়, ক্লাস শেষে কলেজের গেটে আসতেই একজন তার মোবাইল নাম্বার চায়। তাকে মোবাইল নাম্বার না দেওয়ায় ও কথা না বলায় উত্ত্যক্ত শুরু করে। একপর্যায়ে আমাকে উঠিয়ে নেবে বলে হুমকি দেয়। আমি ওর হাত থেকে বাঁচতে কলেজের পেছনের গেট দিয়ে দৌড়ে কলেজ ক্যাম্পাসে চলে আসি। ওই ছেলেটাও পিছু নেয়। কলেজ ক্যাম্পাস থেকে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করে। আমাকে বাঁচাতে শিক্ষকরা এগিয়ে এলে ওর সঙ্গে থাকা ছুরি দিয়ে দুই স্যারকে আঘাত করে।

ফার্ম মেশিনারি বিভাগের শিক্ষক সাকিব আল হাসান জানান, শিক্ষার্থীদের হইচই দেখে এগিয়ে যাই। তখন এক ছাত্রীকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তাকে বাধা দেওয়ায় তার কোমর থেকে ছুরি নিয়ে আমার পায়ে আঘাত করে। আল আমিন স্যার তাকে ধরতে গেলে তাকেও ছুরিকাঘাত করে।

এ সময় শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত প্রতিরোধের মুখে বহিরাগত পাভেল মিয়া পালিয়ে যায়। তার বাড়ি শুনেছি পৌর শহরের পশ্চিম দাপুনিয়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গৌরীপুর থানা পুলিশ। 

গৌরীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সিদ্দিক আহাম্মদ যুগান্তরকে জানান, ভুক্তভোগী শিক্ষার্থী একটি অভিযোগ দিয়েছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গৌরীপুর থানা, উপজেলা নির্বাহী অফিসার ও সেনাক্যাম্প ইনচার্জ বরাবর চিঠি পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম