Logo
Logo
×

সারাদেশ

আ.লীগ নেতার বাড়ির ছবি দিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রকে রাতভর নির্যাতন

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৯:৩৭ পিএম

আ.লীগ নেতার বাড়ির ছবি দিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রকে রাতভর নির্যাতন

বরিশালের মেহেন্দীগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়ি ও মার্কেটের ছবি তুলে ফেসবুকে দেওয়ার অভিযোগে জাফর সরদার (২০) নামের এক মাদ্রাসাছাত্রকে আটকে রাতভর নির্যাতন করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের ঘুলিঘাট বাজার এলাকায় একটি বাগানের মধ্যে আটকে তাকে নির্যাতন করা হয়। 

এ ঘটনায় মঙ্গলবার বিকালে আলী সরদার বাদী হয়ে কাজিরহাট থানায় মামলা করেছেন। কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা গেছে, জাফর সরদার মেহেন্দীগঞ্জের ভঙ্গা গ্রামের আলী সরদারের ছেলে এবং কাজিরহাট ইসলামিয়া মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র। আন্ধারমানিক ইউনিয়ন চেয়ারম্যান ও কাজিরহাট থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দীন খোকন খানের আলিশান বাড়ি ও বড় মার্কেটের ছবি তুলে ফেসবুকে দেওয়ার অভিযোগ এনে জাফর সরদারকে অমানুষিক নির্যাতন করা হয়েছে বলে দাবি করেছেন ছাত্রের বাবা আলী সরদার। কিন্তু ওই মাদ্রাসাছাত্র আওয়ামী লীগ নেতার বাড়ি কিংবা মার্কেটের ছবি তোলা বা ফেসবুকে দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন না বলে জানান তারা। 

আলী সরদার জানান, সোমবার সন্ধ্যায় তার ছেলে জাফর গাবতলী বাজারে চুল কাটাতে যায়। রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে ঘুলিঘাট বাজারের কার্লভাট এলাকায় পৌঁছলে ইয়ামিন খান, লিমন ও আসিব হাওলাদারসহ ৮-১০ জন পথ আটকিয়ে মারধর শুরু করে। তারা সবাই ইউপি চেয়ারম্যান খোকন খানের লোক। একপর্যায়ে জাফর দৌড়ে বাঁচতে চাইলে হামলাকারীরা তাকে ধরে হাত-পা বেঁধে ফেলে। পরে তারা তাকে বাজারের কাছে একটি বাগানের মধ্যে সুপারি গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে ও খুঁচিয়ে রাতভর নির্যাতন চালায়। 

তিনি জানান, সংবাদ পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় সোমবার রাত ৩টার দিকে জাফরকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাতেই মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ভঙ্গা গ্রামের বাসিন্দা নেছার উদ্দীন জানান, আন্ধারমানিক ইউনিয়ন চেয়ারম্যান নাসির উদ্দীন খোকন খান আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বৈধ-অবৈধভাবে অনেক সম্পদ গড়ে তুলেছেন। এলাকায় তার একটি আলিশান বাড়ি এবং গাবতলী বাজারে বড় মার্কেট রয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পরে ভঙ্গা গ্রামের বিএনপি ও ছাত্রদলের কয়েকজন খোকন খানের বাড়ি ও মার্কেটের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছিল। এরপর থেকেই খোকন খানের লোকজন ভঙ্গা এলাকার বিএনপিপন্থি লোকজন পেলেই মারধর করত। আওয়ামী লীগ নেতার বাড়ি ও মার্কেটের ছবি তোলা ও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত থাকার সন্দেহে মাদ্রসাছাত্র জাফর সরদারকে বেঁধে নির্যাতন করা হয়েছে। 

মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কোহিনুর করিম বলেন, সোমবার দিবাগত রাত ৩টার দিকে জাফর সরদারকে মুলাদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করা হয়েছে। 

এ ঘটনায় আন্ধারমানিক ইউনিয়ন চেয়ারম্যান ও কাজিরহাট থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দীন খোকন খানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 

কাজিরহাট থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, মাদ্রাসাছাত্রকে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। 


Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম