Logo
Logo
×

সারাদেশ

সেবাগ্রহীতাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে বললেন খাদ্য কর্মকর্তা

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৬:৫৯ পিএম

সেবাগ্রহীতাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে বললেন খাদ্য কর্মকর্তা

নাটোরের বাগাতিপাড়ায় ওএমএস সংক্রান্ত সেবা চাওয়ায় এক সেবাগ্রহীতাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলার অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে। সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার বরাবর মোতালেব আলী পান্না নামের এক সেবাগ্রহীতা লিখিত অভিযোগ করেছেন। তবে মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।

মোতালেব আলী পান্না বাগাতিপাড়া পৌরসভার মাছিমপুর মহল্লার মুক্তার হোসেনের ছেলে।

অভিযোগে পান্না জানান, রোববার দুপুর আড়াইটায় তিনি বাগাতিপাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান কর্মকর্তার কক্ষে যান। সেখানে সালাম বিনিময়ের পর তিনি ওএমএসের ফরম বিষয়ে কর্মকর্তার সঙ্গে কথা বলেন। এ সময় ওই কর্মকর্তা সেখানে থাকা অন্যদের সামনে সেবাগ্রহীতা পান্নাকে অফিসের বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলেন। এরপরই ফরম দেওয়া হবে বলে ওই কর্মকর্তা তাকে জানান।

এতে সেবাগ্রহীতা পান্না ওই কর্মকর্তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম মামুনুর রহমান বলেন, তার দপ্তরে ওএমএস সংক্রান্ত বর্তমানে কোনো ফরম দেওয়া হচ্ছে না। অভিযোগকারী সেবাগ্রহীতা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকাদের ওভারটেক করে ফরম চান। সেই কারণে তাকে লাইনে দাঁড়াতে বলেছেন মাত্র। তাছাড়া একজন কর্মকর্তা হয়ে তিনি কোনো সেবাগ্রহীতাকে কান ধরে দাঁড়িয়ে থাকার আদেশ করতে পারেন না বলে জানান।

এ ব্যাপারে ইউএনও অনামিকা নজরুল বলেন, অভিযোগ পেয়ে বিষয়টি তিনি খাদ্য দপ্তরের জেলা কর্মকর্তাকে অবহিত করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম