Logo
Logo
×

সারাদেশ

পাবনায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, ঈশ্বরদীতে শিশুর মৃত্যু

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১০:৪৫ পিএম

পাবনায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, ঈশ্বরদীতে শিশুর মৃত্যু

পাবনায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় পাবনা জেনারেল হাসপাতালসহ উপজেলা হাসপাতালগুলোতে কমপক্ষে ৩০ রোগী ভর্তি হয়েছেন। গত ২ মাসে জেলায় পাবনায় শিশু বৃদ্ধসহ ৫ শতাধিক আক্রান্ত হয়েছেন। এ মাসে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ সোমবার জেলার ঈশ্বরদীতে চিকিৎসাধীন অবস্থায় সাজিদ হোসেন (১৩) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে পাবনার সিভিল সার্জন শহিদুল্লাহ দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। সে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জয়নগর বাবুপাড়ার সেকেন্দার হোসেন কালু প্রামাণিকের ছেলে। সে জয়নগর পিজিসিবি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। উপজেলা হাসপাতালগুলোতে গত একমাসে কমপক্ষে ৪শ মানুষ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। পাবনা জেনারেল হাসপাতালে গত এক মাসে ২৬০ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৮ জন।

পাবনা জেনারেল হাসপাতালের আরএমও ডা. জাহিদুল ইসলাম জানান, ২৫০ বেডের হাসপাতালে এমনিতেই দ্বিগুণের বেশি রোগী চিকিৎসাধীন থাকে। এর মধ্যে ডেঙ্গু রোগী নিয়ে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম