Logo
Logo
×

সারাদেশ

রাজশাহী চেম্বারের পর্ষদ ভেঙে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১০:৩৬ পিএম

রাজশাহী চেম্বারের পর্ষদ ভেঙে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি

ছবি: সংগৃহীত

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান পর্ষদ ভেঙে দিয়ে নির্বাচনের মাধ্যমে প্রকৃত ব্যবসায়ী প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। 

সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

রাজশাহীর ব্যবসায়ী সমন্বয় পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। পরে দাবি আদায়ে ব্যবসায়ী নেতারা বিভাগীয় কমিশনারের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন। পরে তারা একই দাবিতে জেলা প্রশাসকের কাছেও একটি স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে ব্যবসায়ীরা বলেন, চেম্বার অব কমার্স একটি এলাকার সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করে থাকে; কিন্তু রাজশাহী চেম্বার অব কমার্সের বর্তমান পরিচালনা পর্ষদের অনেকে ফৌজদারি মামলার আসামি হয়ে ফেরারি। এতে চেম্বার অব কমার্স কার্যত স্থবির হয়ে গেছে। সাধারণ ব্যবসায়ীরা বিভিন্ন প্রকার লাইসেন্স নবায়ন, ব্যাংকিং লেনদেন ও আমদানি-রপ্তানি সংক্রান্ত জটিলতায় পড়েছেন। তাই দ্রুত পর্ষদ ভেঙে নির্বাচনের দাবি জানান তারা।

কর্মসূচিতে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি আলী আশরাফ, সাধারণ সম্পাদক সেকেন্দার আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম