গোডাউন থেকে ১১০ মেট্রিক টন ধান-চাল চুরি, কর্মকর্তা চাকরিচ্যুত
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৭:১৮ পিএম
সাঘাটার বোনারপাড়া খাদ্যগুদাম থেকে ১১০ মেট্রিক টন ধান ও চাল চুরি প্রমাণিত হওয়ায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে চাকরিচ্যুত করে ৫২ লাখ টাকা জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছে খাদ্য বিভাগ। খাদ্য বিভাগের মহাপরিচালকের এক চিঠিতে এ আদেশ কার্যকর করতে বলা হয়েছে।
গাইবান্ধা জেলা খাদ্য বিভাগ জানায়, ২০১৮ সালের ৮ আগস্ট গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ছিলেন জিয়াউর রহমান। তিনি বোনারপাড়া খাদ্যগুদাম থেকে ৭৬ মেট্রিক টন চাল ও ২৪ মেট্রিক টন ধান চুরি করে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। এ ঘটনা জানাজানি হলে স্থানীয় প্রশাসন ও খাদ্য বিভাগ থেকে গোডাউন সিলগালা করা হয়। পরে গোডাউনের ধান চাল হিসাব করে ওই পরিমাণ ধান-চাল ঘাটতি পাওয়া যায়।
ঘটনার দিন থেকে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান গোডাউনের চাবি রেখে পালিয়ে যান। পরে খাদ্য বিভাগের উচ্চপর্যায়ের তদন্তে ১১০ মেট্রিক টন ধান ও চাল চুরি করে বিক্রি করার অপরাধে চলতি মাসে ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমানকে স্থায়ী বরখাস্ত করেন ও ৫২ লাখ টাকা জরিমানা আদায়ের আদেশ দেন।
খাদ্য বিভাগের ডিরেক্টর জেনারেল মজিবর রহমান এ আদেশ দেন বলে গাইবান্ধা জেলা খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য স্বীকার করেন।