Logo
Logo
×

সারাদেশ

কম্বল চুরির মামলায় আখাউড়া ছাত্রলীগ নেতা গ্রেফতার

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৪:১৮ পিএম

কম্বল চুরির মামলায় আখাউড়া ছাত্রলীগ নেতা গ্রেফতার

হত্যাচেষ্টা, কম্বল চুরি, মারামারি, নাশকতাসহ বিস্ফোরক মামলায় আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে রোববার রাতে পৌর শহরের কলেজপাড়া থেকে তাকে গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ।  আখাউড়া থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আখাউড়া এলাকায় অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি অংশ নেন। সে সময় ছাত্রলীগের বিভিন্ন বিতর্কিত ঘটনায় নেতৃত্ব দেন মনির।

এছাড়াও তার বিরুদ্ধে ২০২০ সালের ২ ডিসেম্বর ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের সময় কম্বল ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি মোহাম্মদ আবুল হাসিম জানিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম