Logo
Logo
×

সারাদেশ

‘আমরা ফ্যাসিস্ট আ.লীগের ফটোকপি হতে চাই না’

Icon

উপকূল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১১:১৪ পিএম

‘আমরা ফ্যাসিস্ট আ.লীগের ফটোকপি হতে চাই না’

পটুয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অন্তত দুইশ দুস্থ ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। রোববার সকালে চিকিৎসার মাধ্যমে দিনটির সূচনা করেন জেলা বিএনপির নেতাকর্মীরা।

এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন। এ সময় বিশেষ অতিথির বক্তৃতায় জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুটি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- মানুষের জানমালের নিরাপত্তা দিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে। কেউ যদি জনগণের অশান্তির কারণ হয়, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। মাথায় রাখতে হবে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের ইস্যুতে জনগণ কিন্তু গণভবন চিনেছেন। তাই মাসেল পাওয়ার ও প্রতিহিংসার রাজনীতি পরিত্যাগ করে ভালোবেসে অধিকার আদায় করতে হবে। আমরা কোনোভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের ফটোকপি হতে চাই না।

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশীদ চুন্নু মিয়া। চিকিৎসাসেবা পরিচালনা করেন ডা. একেএম ওমর ফারুক মসিহ, ডা. আরাফাত হোসেন নিপু, ডা. তানজিলা মালিহা, ডা. তানভীর হোসেন তৌকির, ডা. ফয়সাল, ডা. মা. অর্নব এবং ডা. মো. মিনহাজ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম