Logo
Logo
×

সারাদেশ

গাঁজা কিনে টাকা না দেওয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

Icon

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১১:১৩ পিএম

গাঁজা কিনে টাকা না দেওয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

রংপুরের মিঠাপুকুরে গাঁজা কেনাবেচার টাকা নিয়ে গাঁজা ব্যবসায়ীর ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। শনিবার রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক ওই গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করে রোববার জেলহাজতে পাঠানো হয়েছে।

নিহত ওই যুবকের নাম হারুন অর রশীদ (৩৬)। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের শিববাজার হাজীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। হত্যাকাণ্ডে জড়িত গ্রেফতার গোলাম মোস্তফা একই গ্রামের নেছার হাজির ছেলে। তারা প্রতিবেশী ও বন্ধু বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোলাম মোস্তফা একজন পেশাদার গাঁজা ব্যবসায়ী। তার প্রতিবেশী হারুন অর রশীদ (ছুরিকাঘাতে নিহত যুবক) গাঁজা কারবারি ও সেবনকারী।  তারা দুইজনেই অংশীদারিত্বে ব্যবসা করেন।

গাঁজা কেনাবেচার টাকা লেনদেন নিয়ে তাদের মাঝে সম্প্রতি বিরোধ সৃষ্টি হয়। এর জেরে শনিবার রাতে গোলাম মোস্তফা হারুন অর রশীদকে কৌশলে স্থানীয় শিববাজার সংলগ্ন কলাবাগানে ডেকে নেন। তারা সেখানে গাঁজা সেবন করতে থাকেন। এ সময় গাঁজার টাকা নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। একপর্যায়ে গোলাম মোস্তফা হারুন অর রশীদকে গাঁজা কাটার চাকু বুকে মেরে দেন। এতে হারুন গুরুতর অসুস্থ হয়ে মাটিতে গড়াগড়ি করতে থাকেন। ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ওই রাতেই মির্জাপুর ইউনিয়নের কদমতলী এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত গোলাম মোস্তফাকে গ্রেফতার জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

বৈরাতী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুজ্জামান বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী রুজিনা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম