বাড়ি থেকে ডেকে নিয়ে প্রেমিকাকে তিন বন্ধুর গণধর্ষণ!
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১১:০২ পিএম
![বাড়ি থেকে ডেকে নিয়ে প্রেমিকাকে তিন বন্ধুর গণধর্ষণ!](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/10/27/Rape-3-671e721272ab2.jpg)
লক্ষ্মীপুরের রামগতিতে এক প্রেমিকাকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ তার দুই বন্ধুকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের গান্ধীতলা এলাকায় নির্জন একটি বাগানে এ ঘটনা ঘটে।
তবে বখাটেরা জনতার হাতে শনিবার রাতে আটক হলেও বিষয়টি প্রশাসন পর্যন্ত গড়ায় রোববার সন্ধ্যায়।
আটকরা হলেন প্রেমিক মো. আরিফ (২৪), তিনি নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের বুদ্ধিনগর গ্রামের বাসিন্দা মো. সিরাজুল ইসলামের ছেলে এবং অপর দুই বন্ধু কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার হোসেনের ছেলে মো. সুমন (২৩) ও রহিম উদ্দিনের ছেলে মো. রাসেদ (২২)। অভিযুক্ত তিনজনই থানা হেফাজতে রয়েছেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ধর্ষণের শিকার ওই তরুণীর সঙ্গে পার্শ্ববর্তী নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের বুদ্ধিনগর এলাকার সিরাজুল ইসলামের ছেলে আরিফের মোবাইল ফোনে পরিচয়ের সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই মধ্যে প্রেমিক আরিফ ওই তরুণীকে ঘুরতে যাওয়ায় কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে দিনভর আলেকজান্ডার মেঘনা নদীর বাঁধ এলাকায় সময় কাটায়। পরে রাতে কৌশলে চড়পোড়াগাছা ইউনিয়নের গান্ধীতলা এলাকায় খালার বাড়িতে নিয়ে যাওয়ার পথে নির্জন একটি বাগানে নিয়ে অপর দুই বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে। পরে রাত দেড়টার দিকে তরুণীকে বাড়িতে পৌঁছে দেওয়ার সময় সন্দেহ হলে স্থানীয় ফজুমিয়ারহাট বাজারের নৈশপ্রহরী তাদের আটক করেন। এ সময় স্থানীয়দের জিজ্ঞাসাবাদে তরুণী ধর্ষণের শিকার হওয়ার কথা জানায়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, প্রেমিক আরিফ তার দুই বন্ধুকে নিয়ে ওই তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করার পর এলাকার কিছু মোড়ল টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। যে কারণে থানা পুলিশ বিষয়টি জানতে দেরি হয়। পরের দিন রোববার সন্ধ্যায় তাদের পুলিশে সোপর্দ করা হয়।
রামগতি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কার্তিক দাস বলেন, অভিযুক্ত তিন ধর্ষক থানা হেফাজতে রয়েছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।