Logo
Logo
×

সারাদেশ

ছাত্র আন্দোলনে রিকশাচালক হত্যা মামলায় দুই আ.লীগ নেতা কারাগারে

Icon

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১০:৩৮ পিএম

ছাত্র আন্দোলনে রিকশাচালক হত্যা মামলায় দুই আ.লীগ নেতা কারাগারে

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাঈম মো. বশির উদ্দিন ও গলাচিপা উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কাওসার আলম সোহেলকে গ্রেফতার করা হয়েছে। ঢাকার সদরঘাট এলাকার রিকশাচালক রিপন হত্যা মামলার অজ্ঞাত আসামি হিসাবে গ্রেফতার দেখিয়ে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে শনিবার (২৭ অক্টোবর) তাদের ঢাকা সিএমএম আদালত এলাকা থেকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

অ্যাডভোকেট নাঈম মো. বশির দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের পশ্চিম আলীপুরা গ্রামের ইউনুস মৃধার ছেলে এবং অ্যাডভোকেট কাওসার আলম সোহেল গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মো. খলিলুর রহমানের ছেলে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনের সময় ঢাকার সদরঘাট এলাকায় আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনে হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে রিকশাচালক রিপন মিয়া গলায় গুলিবিদ্ধ হন। তাকে জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহত রিপন মিয়ার স্ত্রী ঢাকার কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম