হাঁসুয়া নিয়ে মিটার রিডারের ওপর আক্রমণ, গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৯:০৫ পিএম
রাজশাহীতে মিটারের রিডিং তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক রিডার। শনিবার বিকালে নগরীরে কয়েরদাঁড়া মহল্লায় এক গ্রাহক ওই মিটার রিডারকে আক্রমণ করেন।
ঘটনার পর বাবুল আক্তার (৪৫) নামের ওই গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ করেছে নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)। থানায় একটি অভিযোগও দেওয়া হয়েছে।
আহত মিটার রিডারের নাম সালাউদ্দিন আল সবুজ। তিনি নেসকোর রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর অধীনে কাজ করেন।
সবুজের বাড়ি নগরীর আমবাগান মহল্লায়। বাবুল আক্তার তাকে প্রথমে স্যান্ডেল দিয়ে মারেন। পরে হাঁসুয়া দিয়ে আঘাত করেন। এতে মিটার রিডার সবুজের ডান হাতের একটি আঙুল কেটে যায়। কাটা আঙুলে সাতটি সেলাই পড়েছে।
সালাউদ্দিন আল সবুজ জানান, প্রতি মাসেই বাবুল আক্তারের বাসার মিটারের রিডিং তুলতে গেলে তিনি ঝামেলা করেন। তার অভিযোগ, তাকে বাড়তি বিল দেওয়া হয়। গত মাসে এ অভিযোগে তিনি নেসকো অফিসেও এসেছিলেন। যাচাই করে দেখা যায়, তার বিল ঠিকই দেওয়া হয়েছে। শনিবার বিকালে সবুজ বাবুলের বাড়ির মিটারের রিডিং তুলতে গেলে তিনি বাধা দেন।
সবুজ সরকারি কাজে বাধা দিতে না বললে তিনি গালিগালাজ করেন। নিষেধ করলে তিনি স্যান্ডেল খুলে সবুজের গালে মারেন। আত্মরক্ষায় সবুজ তাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। এরপর উঠেই হাঁসুয়া নিয়ে সবুজের ওপর আক্রমণ করেন। সবুজ হাত দিয়ে হাঁসুয়া আটকাতে গেলে একটি আঙুল কেটে যায়।
এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসার পর রাতে নগরীর বোয়ালিয়া থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন মিটার রিডার সালাউদ্দিন আল সবুজ।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, রাতে একটি খুনের ঘটনা নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। মিটার রিডার সবুজের অভিযোগ তিনি দেখেননি। তবে অভিযোগ হলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নেসকোর রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী একেএম শাহাদাত হোসেন বলেন, ঘটনাটি আমরা জানি। ঘটনার পর বাবুল আক্তারের বাসার বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তাকে অফিসে ডাকা হয়েছে। পাশাপাশি থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে কথা বলতে বাবুল আক্তারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।