সাবেক এমপি বেলাল-উপজেলা চেয়ারম্যানসহ ২১ জনের নামে হত্যা মামলা
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৯:০৪ পিএম
নেত্রকোনার পূর্বধলায় বিএনপি নেতাকে হত্যার অভিযোগে সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্তমান দুই ইউপি চেয়ারম্যান, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি ও এমপির দুই ব্যক্তিগত সহকারীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২১ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে ১০ থেকে ১২ জনকে।
গত শনিবার দিবাগত রাতে নিহত বিএনপি নেতা এরশাদ আলী খন্দকারের স্ত্রী সুফিয়া খাতুন বাদী হয়ে পূর্বধলা থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন।
এ মামলায় বেলায়েত হোসেন খান (৭০) নামের এক আওয়ামী লীগ নেতাকে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বেলায়েত উপজেলার ইয়ারন গ্রামের মৃত আব্দুল জব্বার খানের ছেলে। তিনি উক্ত মামলার এজাহারভুক্ত আসামি।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার নারান্দিয়া ইউনিয়ন নরনারায়ণপুর গ্রামের এরশাদ আলী খন্দকারকে দলীয় বিরোধের জের ধরে গত ২০১৮ সালের ২২ ডিসেম্বর বিকালে তার নিজ গ্রামের জনৈক রতন খন্দকারের বাড়ির সামনে বিবাদীরা বেধড়ক মারপিট করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন তিনি।
মামলার আসামিরা হলেন- নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক) (৭০), সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন (৪৮), শফিকুল ইসলাম শফিক (৪৫), মাসুদ আলম টিপু (৫৫), কমল সরকার (৫০), হাসান (৫০), নূরুল আমিন (৫০), আব্দুল কুদ্দুছ বেপারী(৫৫), মো. খোকন মিয়া (৪৫), শাহজাহান কবীর (৪৪), ইসলাম উদ্দিন (৫৭), সাহজাত হোসেন সাজ্জাত (৫৯), জাহাঙ্গীর (৩৫), বেলায়েত হোসেন খান (৭০), মো. আল উছমান বেপারী (৬৯), মো. রফি বেপারী (৪০), রমজান (৪০), সজুত খান (৫০), লাল মিয়া (৫২), ফেরদৌস (৪০), উজ্জ্বল (৪০)।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ যুগান্তরকে জানান, মামলায় বেলায়েত হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।