দা বাহিনীর প্রধান ইউপি চেয়ারম্যান জাহেদ গ্রেফতার
পেকুয়া ও কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০১:২৮ এএম
পেকুয়ার টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার রাতে রামুর ফুটবল চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহেদুল গ্রেফতারে পেকুয়ায় জনমনে স্বস্তি দেখা দিয়েছে।
উল্লেখ্য, ২০ বছর ধরে জাহেদুল ইসলাম চৌধুরী টৈটং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি গঠন করেন সশস্ত্র সংগঠন ‘দা বাহিনী’। ভূমি দখল, পাহাড় দখল, চাঁদাবাজি, দোকান দখল, মানুষের ভিটেবাড়ি দখল, হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত এ বাহিনী নিয়ে আতঙ্কে থাকত এলাকার মানুষ।
জাহেদুল ইসলাম সাবেক এমপি জাফর আলমের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলারও অভিযোগ রয়েছে। এদিকে গত ৫ আগস্ট সরকার পতনের পর এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। সেদিন রাতে তার বসতঘর ও গাড়ি পুড়িয়ে দেন বিক্ষুব্ধ জনতা। অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, জাহেদুলের বিরুদ্ধে পেকুয়া থানায় তিনটি মামলা রয়েছে।