Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় খ্রিস্ট ধর্মে দীক্ষার অভিযোগে মুচলেকা, তদন্তে কমিটি

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১২:৫১ এএম

বগুড়ায় খ্রিস্ট ধর্মে দীক্ষার অভিযোগে মুচলেকা, তদন্তে কমিটি

বগুড়ায় বিদেশি ভাষা শিক্ষার নামে খ্রিস্টান ধর্মে দীক্ষা দেওয়ার অভিযোগ উঠেছে নিউজিল্যান্ড ভিত্তিক বেসরকারি সংস্থা ট্রান্সজেন্ডের বিরুদ্ধে। শহরের ঠনঠনিয়া এলাকায় উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটির (ইউডিপিএস) হলরুম ভাড়া নিয়ে এ কার্যক্রম করছিল তারা। এ কাজে জড়িত সন্দেহে আটক প্রতিষ্ঠানের হিসাব রক্ষক হারুন-অর-রশিদ ও জাহিদ হোসেনের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দিয়েছে পুলিশ। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। 

সি এসএম মঈনুদ্দীন জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। জেলা প্রশাসনের তদন্ত কমিটি সত্যতা পেলে ওই প্রতিষ্ঠানের লোকজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম