Logo
Logo
×

সারাদেশ

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে গোলাগুলির শব্দ

Icon

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১০:৫৩ পিএম

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে গোলাগুলির শব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জামছড়ি এলাকা থেকে শনিবার গোলাগুলির শব্দ ভেসে এসেছে। 

বেলা পৌনে ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অধীনস্থ জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৪৬ এর শূন্য লাইন থেকে প্রায় ৩০০ মিটার পূর্ব দিকে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখলকৃত এলাকা থেকে ৩-৪ রাউন্ড গোলাগুলির শব্দ শোনা যায়। জামছড়ির একাধিক বাসিন্দা এ তথ্য জানান। 

জামছড়ির মৃত শাহ আলমের ছেলে জাফর আলম, একই এলাকার মোখতার আহমদের ছেলে কবির আহমদ বলেন, শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটের সময় থেমে থেমে ৩-৪ রাউন্ড গোলাগুলির শব্দ শুনতে পাই। তবে কোনো ধরনের হতাহত হয়েছে কি না জানি না।  

ধারণা করা হচ্ছে, মিয়ানমার অভ্যন্তরে সে দেশের জান্তা সরকার নিয়ন্ত্রিত বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী আরাকান আর্মির চলমান তীব্র সংঘর্ষে এই গোলাগুলি হচ্ছে। মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি হলেও এপারে বাংলাদেশের মানুষজন সুরক্ষিত ও নিরাপদে আছে বলে জানা গেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম