Logo
Logo
×

সারাদেশ

যুবলীগের হামলায় বিএনপির ১১ নেতাকর্মী আহত

Icon

গুরুদাসপুর (নাটার) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৮:৩৪ পিএম

যুবলীগের হামলায় বিএনপির ১১ নেতাকর্মী আহত

প্রতীকী ছবি

নাটোরের গুরুদাসপুরে যুবলীগ কর্মীদের হামলায় পৌর ছাত্রদলের আহবায়ক শাকিল আহমদসহ বিএনপির ১১ নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চাঁচকৈড় মধ্যমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন গুরুদাসপুর পৌর যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জোরপূর্বক বিএনপি সমর্থিত চাল ব্যবসায়ী রিজভী আহমদ রাকিবের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩০ বস্তা চাল বাকিতে নেয়।  

আওয়ামী লীগ সরকার পতনের পর রিজভী তার পাওনা টাকা দাবি করে আসছিলেন। বাকি টাকা চাইতে গেলে গত বুধবার রাকিব ও ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি এমদাদ হোসেনকে মারপিট করে যুবলীগ নেতা আলমগীর হোসেন। 

এ ঘটনায় থানায় অভিযাগ করেন রাকিব আহমদ। এতে ক্ষুব্ধ হয়ে যুবলীগ নেতা আলমগীর, জাহাঙ্গীর হোসেনসহ তার অনুসারীদের নিয়ে ছাত্রদল নেতা শাকিল, রাকিবসহ বিএনপি নেতাকর্মীদর ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। 

এতে আহত হন বিএনপি সমর্থিত অন্তত ১১ জন। এ ঘটনার পর বিক্ষুব্ধ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে রাস্তায় নামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

গুরুদাসপুর থানার ওসি সারোওয়ার হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আসামি গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম