Logo
Logo
×

সারাদেশ

হিলিতে মাদকসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৪:৩৩ পিএম

হিলিতে মাদকসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

দিনাজপুরের হিলিতে মাদকসহ ছাত্রলীগ পৌর শাখার সহসাংগঠনিক সম্পাদক জুবায়েদ সরকারকে আটক করেছে হাকিমপুর থানাপুলিশ। শনিবার ভোর রাতে উপজেলার উত্তর বাসুদেবপুর (কালীগঞ্জ) এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

হাকিমপুর উপজেলার উত্তর বাসুদেবপুর (কালীগঞ্জ) এলাকার বাবু সরকারের ছেলে জুবায়েদ সরকার (২৭)। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ওসি সুজন মিঞা। 

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় পৌর শাখার ছাত্রলীগ নেতা জুবায়েদের নামে গত ১৯ আগস্ট হাকিমপুর থানায় মামলা হয়। যার মামলা নং-৭। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, আসামি তার নিজস্ব বাড়িতে অবস্থান করছেন। 

সেখানে হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম ও এসআই আরিফুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। আসামিকে আটকের পর তার কাছ থেকে ১০০ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। পরে তার নামে মাদকের মামলা দিয়ে সকালে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম