Logo
Logo
×

সারাদেশ

তালতলীতে গণপিটুনিতে হাফেজের মৃত্যু

Icon

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০২:০৪ এএম

তালতলীতে গণপিটুনিতে হাফেজের মৃত্যু

বরগুনার তালতলীতে অসুস্থ হাফেজ আমীরকে অপবাদ দিয়ে গণপিটুনি দিলে গুরুতর অবস্থায় বৃহস্পতিবার ঢাকার পিজি হাসপাতালে মারা যান। 

জানা গেছে, উপজেলার কাজিরখাল গ্রামের সেকান্দার আলী ঘরামী ও সিদ্দিক ঘরামী গংদের সঙ্গে হাফেজ আমীর হোসেন খানের গত জুন মাসের উপজেলা পরিষদ নির্বাচনের জেরে কয়েক দফায় সংঘর্ষ হয়েছে। 

গত ২১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজিরখাল চৌরাস্তায় বসে হঠাৎ হাফেজ আমীর খান অসুস্থ হয়ে পড়লে স্থানীয় জয়নাল মেম্বারের ছোট ভাই সোবহান মৃধা তাকে তার বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথে বেশি অসুস্থ হলে রাস্তার পাশেই এক বিধবা মহিলার বাড়িতে নিয়ে ওঠেন। 

সেকান্দার আলী ঘরামী ও সিদ্দিক ঘরামী গংরা টের পেয়ে নির্বাচনী পূর্বশত্রুতার জেরে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দা, রামদা নিয়ে বিধবার বাড়িতে আসায় অপবাদ দিয়ে বেধড়ক মারধর করে। 

খবর পেয়ে হাফেজ আমীরের স্ত্রী মমতাজ বেগম ঘটনাস্থলে গেলে তাকেও বেধরক মারধর করে। গুরুতর অবস্থায় তাদের প্রথমে তালতলী জেনারেল হাসপাতালে ও পরে ঢাকার পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাফেজ আমীর খান (৪২) মারা যান। 

শুক্রবার হাফেজ আমীরের ছেলে আবু বকর বাদী হয়ে ১২ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। মামলার আসামি সেকান্দার আলী ঘরামীর ছেলে সাইফুল ইসলামকে (২২) পুলিশ গ্রেফতার করেছে। 

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম খান জানান, হাফেজ আমীরকে হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার আসামি সাইফুলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম