গৌরীপুরে ভারতীয় চোরাই চিনি নিয়ে সংঘর্ষ, আহত ১৩
পূর্বধলা ও গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১২:৪৯ এএম
ময়মনসিংহের গৌরীপুরে ভারতীয় অবৈধ চিনির ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। বুধবার উপজেলার শ্যামগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পূর্বধলা থানা পুলিশের করা মামলায় বিকাশ সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ।
তিনি বলেন, চিনি আটকের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে পূর্বধলা থানার পুলিশ বাদী হয়ে মামলা করে।
জানা গেছে, চোরাই পথে আসা ভারতীয় চিনি বিক্রি, আধিপত্য বিস্তার ও ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে গৌরীপুরের নওপাই গ্রামের শামীম হোসেন ও বেলতলী গ্রামের ফরসাল আহমেদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে বুধবার ফয়সাল গং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শামীম গ্রুপের ওপর হামলা চালায়।
হামলায় হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী রিয়াদ হোসেন (১৯), অটোরিকশা চালক রহমাতুল্লাহ (৩৫) ও পথচারী রুবেল (২৭) গুরুতর আহত হন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলার ঘটনায় একে অপরকে দোষারোপ করেন শামীম ও ফয়সাল।
এ ঘটনার পর সেনাবাহিনী অভিযান চালিয়ে শ্যামগঞ্জ বাজারের বাবুল সরকারের দোকান থেকে ১ হাজার ৮৫০ কেজি ভারতীয় অবৈধ চিনি উদ্ধার এবং একজনকে আটক করে।
অবৈধ চিনি জব্দ করার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, সুপরিকল্পিতভাবে মোড়ক পালটে ভারতীয় এসব অবৈধ চিনি দেশের বাজারে বিক্রি করা হচ্ছে। অভিযানে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।