ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বিএনপি নেতার মানববন্ধন
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৭:৫৬ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আষাঢ়ীয়ারচর এলাকায় একটি শিল্প-প্রতিষ্ঠানের ঝুট ব্যবসা, জমির ব্যবসা ও ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ না করতে পারায় স্থানীয় এক বিএনপি নেতা ও তার ছোট ভাই ক্ষিপ্ত হয়ে ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপ-প্রচার চালাতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার বাদ জুমা ওই শিল্প-প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এ ঘটনায় ওই শিল্প-প্রতিষ্ঠানটির মালিক ও কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে চলে যাওয়ার পর সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়ীয়ারচর এলাকায় ফ্রেশ সিরামিক ফ্যাক্টরিসহ বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানের ঝুট ব্যবসা, জমির ব্যবসা, ট্যান্সপোর্ট ব্যবসা ও ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ শুরু করে স্থানীয় বিএনপি নেতা আব্দুর রব ও তার ছোট ভাই যুবদল নেতা জলিলের নেতৃত্বে একটি সিন্ডিকেট।
পিরোজপুর আষাঢ়ীয়ারচর এলাকায় অবস্থিত আল মোস্তফা গ্রুপের অ্যাডমিন ম্যানেজার কামাল হোসেন জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় বিএনপি নেতা আব্দুর রব, তার ছোট ভাই যুবদল নেতা জলিল ও তাদের সহযোগী লতিফ, শুভ, সবুর খান, হুমায়ুন ও মোক্তারসহ ১৫-২০ জনের একটি সিন্ডিকেট আল মোস্তফা গ্রুপের আষাঢ়ীয়ারচর ফ্যাক্টরি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার অপচেষ্টা শুরু করে।
নাম প্রকাশে অনিচ্ছুক আষাঢ়ীয়ারচর এলাকার এক ব্যক্তি জানান, বিএনপি নেতা আব্দুর রব ও তার ছোট ভাই আব্দুল জলিলের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। এ চক্রের সদস্যরা প্রতিদিন ফ্রেশ সিরামিক ফ্যাক্টরিসহ বিভিন্ন ফ্যাক্টরির মালামাল বহন করা যানবাহন থেকে চাঁদা উত্তোলন অব্যাহত রেখেছে।
এ ব্যাপারে বিএনপি নেতা আব্দুর রবের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।