Logo
Logo
×

সারাদেশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলা, আ.লীগ নেতা কারাগারে

Icon

মির্জাগঞ্জ দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৪:১২ পিএম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলা, আ.লীগ নেতা কারাগারে

মো. জহিরুল ইসলাম জুয়েল।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা-ভাঙচুরের মামলায় মির্জাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. জহিরুল ইসলাম জুয়েলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার পটুয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মো.আনিসুর রহমান বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেনে। 

আ.লীগ নেতা জুয়েল পটুয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. ইউসুফ হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৭ আগস্ট পটুয়ায়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন মির্জাগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে ১০২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় জুয়েল এজাহারভুক্ত ৮নং আসামি। মামলায় অজ্ঞাত আসামির সংখা অর্ধশতাধিক। এর আগে জুয়েল ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। 

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিতে গাড়িবহরে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে উপজেলার কাঁঠালতলী থেকে সুবিদখালী বন্দরে আসেন দলীয় নেতা-কর্মীরা। গাড়িবহরটি সুবিদখালী বন্দরের তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা পাল্টা মিছিল নিয়ে লোহার রড, ধারালো ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতা কর্মীদের ওপর হামলা করে। এতে গাড়ি ভাঙচুরসহ বিএনপির নেতাকর্মীরা গুরুতর আহত হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. আলমগীর হোসেন ওই ঘটনায় মামলা দায়ের করেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম