Logo
Logo
×

সারাদেশ

সিভিল সার্জনের জয়বাংলা স্লোগান, পদত্যাগের দাবিতে অফিস ঘেরাও রোববার

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১১:২০ এএম

সিভিল সার্জনের জয়বাংলা স্লোগান, পদত্যাগের দাবিতে অফিস ঘেরাও রোববার

বক্তব্যের শেষে জয়বাংলা বলায় বাগেরহাটের সিভিল সার্জনের পদত্যাগের দাবিতে ফুঁসে উঠেছেন বাগেরহাটবাসী। বিক্ষোভ মিছিল করেছেন তারা। বৃহস্পতিবার রাতে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজনের নেতৃত্বে বাগেরহাটবাসীর ব্যানারে শহরের নূর মসজিদ মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিলে অনেককে ঝাড়ু নিয়ে অংশগ্রহণ করতে দেখা যায়। সিভিল সার্জনের পদত্যাগ ও বিচারের দাবিতে নানা স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে পথ সভার মাধ্যমে মিছিলটি শেষ হয়।

পথসভায় সুজাউদ্দিন মোল্লা সুজন বলেন, সিভিল সার্জনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। না হলে রোববার সকালে সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন তিনি।

বৃহস্পতিবার বেলা ১১টায় বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে জরায়ু মুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) প্রতিরোধী টিকা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানের উপস্থিতিতে বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান দেন সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন আহম্মেদ। বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম