Logo
Logo
×

সারাদেশ

শেহাবিতে নতুন ভিসির যোগদান

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১০:৪৫ পিএম

শেহাবিতে নতুন ভিসির যোগদান

নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (শেহাবি) নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। 

বুধবার (২৩ অক্টোবর) বিকালে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নতুন উপাচার্য।

এর আগে সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে অধ্যাপক খন্দকার আশরাফুল মুনিমকে শেহাবির নতুন ভিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। 

২০১৮ সালে নেত্রকোনা শহরের রাজুরবাজার এলাকায় বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হওয়ার পর তিনি তৃতীয় উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। 

সরকার পতনের পর গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক গোলাম কবীর পদত্যাগ করার পর থেকে পদটি শূন্য ছিল।

এ বিষয়ে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, সোমবার বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিমকে নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপাচার্যের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। এ প্রেক্ষিতে বুধবার উপাচার্য বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন বলে জানান রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ হারুন অর রশিদ।

অধ্যাপক আশরাফুল মুনিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৯৪ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৯৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০২ সালে তিনি কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার অব আর্টস (এমএ) ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে ২০১৩ সালে তিনি যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

অধ্যাপক খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম ১৯৯৬ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। ১৯৯৮ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক পদে নিযুক্ত হন। ২০০৩ সালে তিনি একই বিভাগে সহকারী অধ্যাপক, ২০০৬ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৫ সালে অধ্যাপক পদে উন্নীত হন। 

সর্বশেষ তিনি ২০২৪ সালের ২১ অক্টোবর নেত্রকোনায় অবস্থিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম