Logo
Logo
×

সারাদেশ

রাজস্থলীতে মগ পার্টির ত্রাস

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৮:১৩ পিএম

রাজস্থলীতে মগ পার্টির ত্রাস

রাঙামাটির রাজস্থলীতে মগ পার্টি বা মারমা লিবারেশন পার্টির (এমএলপি) সশস্ত্র সন্ত্রাসীরা ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছে। সেখানে গত এক মাসের ব্যবধানে ব্যবসায়ীসহ স্থানীয় ১০-১২ জন সাধারণ মানুষ সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলে জানান স্থানীয়রা।

স্থানীয়রা জানান, সর্বশেষ বুধবার রাজস্থলী সদরে সাপ্তাহিক হাটে গেলে কালাম ও মঈনুল নামে দুই ব্যক্তি মগ পার্টির সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। গুরুতর আহত মো. কালাম বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন বলে জানা গেছে। মো. কালাম মাহিন্দ্র গাড়ির চালক।

ঘটনার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বুধ ও বৃহস্পতিবার রাজস্থলীতে বিক্ষোভ করেছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এর আগে গত ২০ আগস্ট মগ পার্টির সন্ত্রাসীদের হামলায় এক ব্যবসায়ী আহত হওয়ার ঘটনার প্রতিবাদে রাজস্থলীয় উপজেলার বাঙালহালিয়ায় সন্ত্রাসীদের একটি আস্তানায় আগুন দিয়েছিলেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সকালে উপজেলার বাঙালহালিয়া এলাকা থেকে রাজস্থলী সদরে সাপ্তাহিক হাটে যাওয়ার পথে মগ পার্টির ১০-১২ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী মাহিন্দ্র গাড়িটি আটকায়। এ সময় মোটা অংকের চাঁদার দাবি করে না পেয়ে চালক কালাম ও ক্ষুদ্র ব্যবসায়ী মঈনুলকে বেধড়ক পেটায়। এতে একপর্যায়ে কালাম মাটিতে লুটিয়ে পড়েন। অপরজন মঈনুল প্রাণ রক্ষায় রাজস্থলী থানার ভেতরে ঢুকে পড়লেও সেখানে গিয়েও তাকে বেদম মারধর করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে দুজনকে উদ্ধার করে গুরুতর অবস্থায় কালামকে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়েছেন।

এদিন বিকালে ঘটনার প্রতিবাদে রাজস্থলী-বাঙালহালিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবারও বিক্ষোভ করা হয়েছে। এ সময় রহস্যজনকভাবে সংশ্লিষ্ট প্রশাসন নীরব ভূমিকা পালন করার অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

স্থানীয়রা জানান, এর আগে মগ পার্টি নামক সন্ত্রাসীদের বেপরোয়া চাঁদাবাজি ও সশস্ত্র তৎপরতায় অতিষ্ঠ হয়ে সন্ত্রাসীদের আস্তানায় আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় স্থানীয় জনতা। পরবর্তীতে বিক্ষুব্ধ জনতার সামনে উপস্থিত হয়ে নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই এলাকা থেকে মগ পার্টিকে বিতাড়ণের প্রতিশ্রুতি দিয়েছিলেন; কিন্তু এরপরও মগ পার্টির সন্ত্রাসীদের ব্যাপক চাঁদাবাজিসহ সন্ত্রাসী হামলার শিকার হচ্ছেন স্থানীয়রা।

এ ব্যাপারে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র বলেন, ঘটনার পর তিনি ঘটনাস্থলে গিয়েছেন। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছেন। স্থানীয় লোকজনদের কিছু দাবি দাওয়া ছিল, সেগুলোর বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয়রা প্রশাসনের কাছে স্থায়ী নিরাপত্তা চান। মগ পার্টির সঙ্গে বসার ব্যবস্থা করা হচ্ছে। এসব ঘটনা নিরসনে সবার সহযোগিতা দরকার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম