
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ১২:৪২ এএম
ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, স্কুলের দপ্তরি গ্রেফতার

বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৭:০৬ পিএম

আরও পড়ুন
বগুড়ার সারিয়াকান্দিতে এক গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণের অভিযোগে বিক্ষুব্ধ জনতা স্থানীয় হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি বিপুল মিয়াকে (৩২) হাতেনাতে আটক করেছেন।
বুধবার রাতের ওই ঘটনার পর তাকে সারিয়াকান্দি থানা পুলিশে দেওয়া হয়েছে। ওই গৃহবধূ তার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেছেন।
বৃহস্পতিবার বিকালে ওসি জামিরুল ইসলাম জানান, দপ্তরিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্র জানায়, হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি বিপুল মিয়া সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হরিণা উত্তরপাড়া গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে। এক প্রতিবেশী কাজের জন্য বিভিন্ন স্থানে অবস্থান করেন। এ সুযোগে বিপুল মিয়া তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছেন।
সম্প্রতি স্বামী বাড়িতে না থাকায় বিপুল শয়ন ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করেন। সংসার নষ্ট ও সম্মানের ভয়ে গৃহবধূ ধর্ষণের কথা গোপন রাখেন। গত ২১ আগস্ট স্বামী বাড়িতে না থাকায় বিপুল রাত ১১টার দিকে ঘরে ঢুকে ভয় দেখিয়ে আবারও ধর্ষণ করলে গৃহবধূ বাধ্য হয়ে শ্বশুরকে জানান।
এ অবস্থায় দপ্তরি বিপুল মিয়া গত ২৩ অক্টোবর রাত ৯টার দিকে কৌশলে ঘরে ঢুকে মুখ চেপে ধরে আবারও ধর্ষণ করলে গৃহবধূর চিৎকারে শ্বশুর ও আশপাশের লোকজন ছুটে আসেন। তখন বিপুল পালানোর চেষ্টা করলে জনগণ তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গেলে তাকে সোপর্দ করা হয়।