Logo
Logo
×

সারাদেশ

ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণ

Icon

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৪:১৫ পিএম

ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণ

মাদারীপুরের কালকিনিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে মুহুর্তের মধ্যে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ছাত্রদল নেতারা। 

বৃহস্পতিবার দুপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অভিযোগ ও দলীয় সুত্রে জানা গেছে, উপজেলা ও পৌরসভা ছাত্রদলের আয়োজনে স্বৈরশাসক হাসিনা ও নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কালকিনি হাসপাতালের সামনে থেকে শুরু করে কালকিনি মাছ বাজারের দিকে যায়। এ সময় কয়েকজন দুর্বৃত্তরা মিছিলের পিছনের দিকে ৩/৪ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে পুরো মাছ বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

এ ঘটনায় কালকিনি থানায় অভিযোগ করে উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতারা। 

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব বাদশা শিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শিকদার মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আশিকুজ্জামান ইব্রাহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল চৌকিদার, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি কাওসার হোসেন নান্না, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, সদস্য সচিব সাইফুল মুন্সি, উপজেলা ছাত্রদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক তুহিন হাওলাদার, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক স্বজল বেপারী, যুগ্ন আহব্বায়ক আমিনুল ইসলাম, কাওসার হাওলাদার, ইমারাত হোসেন, পৌরসভা ছাত্রদলের আহব্বায়ক হাসান হাওলাদার, সদস্য সচিব আমিনুল তালুকদার, কলেজ ছাত্রদলের আহব্বায়ক মাজারুল শিকদার, সদস্য সচিব শাহিন বেপারী।

এ বিষয় উপজেলা ছাত্রদলের আহব্বায়ক নজরুল ইসলাম হাওলাদার বলেন, ফ্যাসিবাদী স্বৈরশাসক পলাতক খুনি হাসিনা ও তার নিষিদ্ধ সন্ত্রাসী ছাত্রলীগের দোসরদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আমরা বিক্ষোভ মিছিল বের করি। এসময় আনাদের মিছিলের পেছন থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। আমরা থানায় বিষয়টি জানিয়েছি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি হুমায়ন কবির জানান,বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম