Logo
Logo
×

সারাদেশ

রান্নাঘর থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

Icon

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৪:০৬ পিএম

রান্নাঘর থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

ফরিদপুরের নগরকান্দায় মুক্তা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলা ডাংগি ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামে নিহত মুক্তার নিজ বাড়ির রান্নাঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নগরকান্দায় মুক্তা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলা ডাংগি ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামে নিহত মুক্তার নিজ বাড়ির রান্নাঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ শ্রীরামদিয়া গ্রামের আরিফ চৌধুরীর স্ত্রী ও তিন সন্তানের জননী।

ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন,  গৃহবধূ মুক্তার স্বামী আরিফ চৌধুরী পরকীয়ায় আসক্ত ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ডে ঘটনাটি ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মুক্তা আক্তারের স্বামী আরিফ চৌধুরীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।

ফরিদপুর গলাকাটা লাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম