খাবার আনতে গিয়ে ট্রাকচাপায় শিশু নিহত
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০২:৫১ পিএম
রায়পুর-লক্ষ্মীপুর সড়কের পাশেই তাদের বসত বাড়ি। ফুফাত ভাইয়ের সঙ্গে খাবার আনতে গিয়ে রাস্তা পার হতেই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মো. মুসা (৪) নামের এক শিশু নিহত হয়েছে।
এ সময় লক্ষ্মীপুর থেকে রায়পুরগামী মাল বোঝাই (EICHER চট্ট মেট্রো - ট-১১-৭৮৯৩) ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
শিশু মুসা সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের চৈতাল্যা দিঘিরপাড়ের হায়দর আলী বেপারী বাড়ির দিনমজুর শাহাদাত হোসেনেন ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় শিশু শ্রেণিতে পড়ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ফুফাত ভাইয়ের সঙ্গে দোকানে খাবার কেনার উদ্দেশ্যে বের হয়। ফুফাত ভাইয়ের সঙ্গে মুসা সড়ক পার হচ্ছিল। এ সময় রায়পুর থেকে লক্ষ্মীপুরগামী মালবাহী একটি ট্রাকে চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মুসা মারা যায়।
এ ব্যাপারে রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়েছি। মালবাহী ট্রাকটি আটক করলেও ঘাতক চালক পলাতক রয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।