Logo
Logo
×

সারাদেশ

মাটি খুঁড়ে ফলের ক্যারেট থেকে ২২১ বোতল বিদেশি মদ উদ্ধার

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৪:১৫ এএম

মাটি খুঁড়ে ফলের ক্যারেট থেকে ২২১ বোতল বিদেশি মদ উদ্ধার

মাটি খুঁড়ে ফলের ক্যারেট থেকে ২২১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার মধ্যরাত পরবর্তী সময়ে র‌্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি টহল দল তাহিরপুরের উওর শ্রীপুরের বালিয়াঘাট গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে শাহেনশাহর বসতবাড়িতে অভিযান চালিয়ে বিদেশি মদের চালানটি উদ্ধার করেন।

ওই সময় মাদক কারবারে জড়িত থাকায় পেশাদার মাদক কারবারি শাহেনশাহর কিশোর ছেলেকে গ্রেফতার করে র‌্যাবের টহল দলের সদস্যরা।

বুধবার এ ব্যাপারে আলামত হস্তান্তরপূর্বক শাহেনশাহকে পলাতক আসামি ও তার ছেলেকে গ্রেফতার দেখিয়ে ওই অভিযানে থাকা পুলিশের এসআই তপু সাহা বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

বুধবার রাতে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া সেল সূত্রে জানা যায়, র‌্যাবের নিজস্ব গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিক্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি টহল দল তাহিরপুরের পাটলাই নদী তীরবর্তী বালিয়াঘাট গ্রামের শাহেনশাহর বসতবাড়িতে অভিযানে যায়।

অভিযান চলাকালে মাদক কেনাবেচার সময় বসতবাড়ির মালিক শাহেনশাহ ও তার সাথে থাকা অপর এক অজ্ঞাতনামা সহযোগি কৌশলে নদী সাঁতরে পালিয়ে যায়।

এসময় মাদক কারবারে জড়িত শাহেনশাহর কিশোর ছেলেকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়ির বারান্দার মাটি খুঁড়ে ৩টি ফলের ক্যারেটে ও ১টি কার্টুনে রাখা বিভিন্ন ব্র্যান্ডের ২২১ বোতল বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করে র‌্যাবের টহল দল ।  

তাহিরপুর থানার ওসি দেলেয়ার হোসেন মাদক কারবারি শাহেনশাহকে পলাতক ও তার কিশোর ছেলেকে গ্রেফতার দেখিয়ে র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম