Logo
Logo
×

সারাদেশ

বক ধরতে পানিতে নেমে প্রাণ হারাল এক তরুণ

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১১:১১ পিএম

বক ধরতে পানিতে নেমে প্রাণ হারাল এক তরুণ

পাবনার ঈশ্বরদীতে বন্ধুদের সঙ্গে পুকুরের পানিতে ভাসমান বক ধরতে গিয়ে পানিতে ডুবে রিফাত রোহান তুহিন (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলার পাকশী ইউনিয়নের মেরিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তুহিন ওই এলাকার জালাল শেখের ছেলে ও পাবনা টেক্সটাইল কলেজের প্রথম বর্ষের ছাত্র। এছাড়া সে ঈশ্বরদী ইপিজেডের একটি পোশাক কোম্পানির শ্রমিক হিসেবে কাজ করত।

স্থানীয়রা জানান, দুপুরে এলাকার কয়েকজন বন্ধুর সঙ্গে বক ধরতে ও গোসল করার জন্য তুহিন বাড়ি থেকে বের হয়। পরে পুকুরের মাঝে পানিতে নামলে সে নিখোঁজ হয়। এলাকার কয়েকজনের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তুহিনের বন্ধু ফাহিম বলেন, আমরা এক সাথেই পুকুরে গোসল করতে নামি। এ সময় তুহিন একটি বক দেখে ধরার চেষ্টা করতে গেলে মাঝ পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে এলাকার কয়েকজনকে ডেকে এনে তাকে উদ্ধার করি।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাকিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের দুজন অফিসারকে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম