Logo
Logo
×

সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-বাবা ও মেয়ের

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১১:১১ পিএম

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-বাবা ও মেয়ের

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার হাউজিং কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো-একই এলাকার মৃত শামসুল হকের ছেলে মো: সালাম (৪০), তার স্ত্রী রুপা খাতুন (৩৫) ও মেয়ে সাবা খাতুন (১৩)। এ ঘটনায় ভাতিজা সিয়াম (১৩) আহত হয়েছে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা: সজীব উদ্দিন স্বাধীন এ তথ্য নিশ্চিত করেছেন। 

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে কুষ্টিয়ায় বৃষ্টি শুরু হয়। এতে ঘরের মধ্যে বৃষ্টির পানি জমে যায়। এজন্য বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করতে যায় সালাম। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয় সালাম। তাকে বাঁচাতে প্রথমে স্ত্রী রুপা এগিয়ে আসে। এতে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে মেয়ে সাবা ও ভাতিজা সিয়াম যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থলের পাশে থাকা সালামের ভাতিজাও বিদ্যুৎস্পৃষ্ট গুরুতর আহত হয়।

তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রাজিব বলেন, বিকেলে সালামের বাড়িতে গিয়ে দেখতে পাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালাম ও তার স্ত্রী-মেয়ে এবং ভাতিজা ঘরের মেঝেতে পড়ে রয়েছে। সে সময় স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।

নিহত সালামের চাচাতো ভাই সাইদুল জানান, সালামের শহরের জেলখানা মোড়ের ফটোকপির দোকান রয়েছে। দুপুরে খাবার খাওয়ার জন্য সে বাড়িতে এসেছিল। ওই সময় ঘরের ভেতর পরিবারের সবাই অবস্থান করছিল। একদিন আগেই বাড়িতে ইলেকট্রিকের কাজ করিয়েছিলেন বলে জানান তিনি। 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা: সজীব উদ্দিন স্বাধীন বলেন, তিনজনকে হাসপাতালে নিয়ে আসলে তাদের মৃতত ঘোষণা করা হয়েছে। আহত আরেক জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল জানান, তিনজনের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম