ফেনীর সাবেক এমপি রহিম উল্যাহ ৫ দিনের রিমান্ডে
ফেনী ও সোনাগাজী দক্ষিণ প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১১:০৬ পিএম
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী রহিম উল্লাহর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে শুনানি শেষে ফেনীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শামসাদ এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হাসান তানিম ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।
আসামিপক্ষের আইনজীবী আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল হাসান জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টমটম চালক জাফর হত্যা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো. রহিম উল্লাহকে (৬৬) গত ১২ অক্টোবর ঢাকার ধানমন্ডি এলাকার ভাড়া বাসা থেকে গ্রেফতার করে র্যাব-২ এর সদস্যরা। ১৩ অক্টোবর আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফেনী শহরের পুরাতন কারাগারের সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টমটম চালক জাফর আহমদকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় তার স্ত্রী ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুর গ্রামের বাসিন্দা আছিয়া বেগম বাদী হয় গত ৪ সেপ্টেম্বর সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে প্রধান আসামি করে ২০৫ জনের নাম উল্লেখ এবং ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় হাজী রহিম উল্যাহকে ৬ নম্বর আসামি করা হয়।
হাজী রহিম উল্লাহ ২১ বছর সৌদি আরবের জেদ্দা প্রবাসী শাখা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ফেনী-২ আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারীর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন।