‘আ.লীগের সময় হয়রানির শিকার হয়েছি, এখনো হব- এটা মানা যায় না’
উপকূল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১১:০৩ পিএম
পটুয়াখালীতে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ২১ পরিবারের সদস্যরা। বুধবার দুপুরে পটুয়াখালী প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
এ বিষয়ে জমি দখলে অভিযুক্তদের একজন জামাল বিশ্বাস নিজেকে বিএনপির লোক দাবি করে বলেন, ‘আ.লীগের সময় হয়রানির শিকার হয়েছি, এখনো হব- এটা মানা যায় না’।
এদিকে বুধবার বৈরী আবহাওয়ায় বৃষ্টিতে ভিজে অন্তত দেড় শতাধিক শিশু-নারী ও পুরুষ এতে অংশ নেন। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ করে জমি রক্ষার দাবি জানান।
এ সময় বিএনপির রাজনৈতিক কর্মী পরিচয়ধারী বেল্লাল খান, মনিরুজ্জামান নাসির ও জামাল বিশ্বাসকে অভিযুক্ত করেন তারা।
কর্মসূচিতে ভুক্তভোগী পরিবারের মধ্য বক্তব্য রাখেন- পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, প্রফেসর স্বপন খাসকেল, সঞ্জয় খাসকেল, খোকন দে, শিল্পি রানী প্রমুখ।
প্রতিবাদ কর্মসূচিতে ভুক্তভোগীরা বলেন, পটুয়াখালী সেতুর টোলপ্লাজাসংলগ্ন এলাকায় ২১টি হিন্দু পরিবারের ১ একর ২১ শতাংশ জমি রয়েছে; যার আনুমানিক বাজার মূল্য অন্তত ৬ কোটি টাকা। এক যুগ আগে জমি ক্রয় করে বালু ভরাট করে বসত ঘর নির্মাণের উপযোগী করে তারা। এরপর ওই জমিতে সম্মিলিত পরিবারগুলো গত ২১ অক্টোবর ঘর তোলার পরিকল্পনা নিয়ে জমি যান। এ সময় লাঠিসোটা নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পরে তাদের কাজে বাঁধা দেন দখলদার গ্রুপটি।
গ্রুপটির সঙ্গে বোরকা পরে একটি অজ্ঞাত বাহিনীও অংশ নিয়ে খুন-জখম ও দেশ ত্যাগের হুমকি দেয়। খবর পেয়ে পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তারা। তবে তাদের জাত-বর্ণ তুলে অশ্লীল ও অকথ্য ভাষায় গালমন্দ করা হয়।
পরবর্তীতে এসপির সঙ্গে দেখা করে থানায় লিখিত অভিযোগ দেন তারা। কর্মসূচিতে তারা আরও বলেন, এর আগেও ওই জমিতে গেলে অভিযুক্তরা তাদের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়।
অভিযুক্ত বেল্লাল খান বিএনপির কর্মী দাবি করে বলেন, উক্ত জমি তার; তবে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
অপর অভিযুক্ত মনিরুজ্জামান নাসির বিএনপির লোক দাবি করে বলেন, আওয়ামী লীগের সময়ে হয়রানির শিকার হয়েছি। এখনো হয়রানি হব এটা মানা যায় না।
বেল্লাল ও মনিরুজ্জামান সম্পর্কে পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন বলেন, তারা বিএনপির কেউ নয়। বিএনপির কোনো পদ-পদবিতে তাদের নাম নেই।