Logo
Logo
×

সারাদেশ

দানায় ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে রাখতে পটুয়াখালীতে ব্যাপক প্রস্তুতি

Icon

যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১১:০১ পিএম

দানায় ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে রাখতে পটুয়াখালীতে ব্যাপক প্রস্তুতি

ঘূর্ণিঝড় দানায় ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন। দানার সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ঘূর্ণিঝড় দানায় ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের অংশ হিসেবে জেলায় মোট ৮২৯টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে; যাতে আশ্রয় নিতে পারবে ৪ লাখ ১৪ হাজার ৫০০ মানুষ। এছাড়া নগদ জিআর ১৩ লাখ ৩৭ হাজার ৫শ, জিআর চাল ৮০০ মেট্রিক টন, গো খাদ্যের জন্য ৫ লাখ এবং শিশু খাদ্যের জন ৫ লাখ টাকা মজুত রয়েছে পটুয়াখালীতে।

এছাড়া এক হাজার প্যাকেট শুকনো খাবার, ৫ লাখ পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, বাঁধ মেরামতের জরুরি প্রয়োজনে ১৩ হাজার পিস জিওব্যাগ প্রস্তুত রাখা হয়েছে বলে এ প্রস্তুতি সভায় জানানো হয়।

ঘূর্ণিঝড়ে আক্রান্তদের উদ্ধার ও ত্রাণ তৎপরতা ত্বরান্বিত করতে ৮ হাজার ৭৬০ জন সিপিপি স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে।

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, সিভিল সার্জন ডা. এসএম কবির হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন দেবনাথ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় দানা


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম