Logo
Logo
×

সারাদেশ

সাবেক এমপি রশীদুজ্জামান তিন দিনের রিমান্ডে

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১০:৫৮ পিএম

সাবেক এমপি রশীদুজ্জামান তিন দিনের রিমান্ডে

খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়। বুধবার সকালে সরকার পক্ষ তার ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন।

গত ১৬ অক্টোবর বুধবার ভোররাতে তাকে পটুয়াখালীর মহিপুর এলাকার একটি আবাসিক হোটেল থেকে র‌্যাব-৬ ও র‌্যাব-৮ যৌথ অভিযানে গ্রেফতার করেন। ১৭ অক্টোবর বৃহস্পতিবার তাকে খুলনার পাইকগাছা থানায় সোপর্দ করা হয়। পরে তাকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ২০২২ সালের একটি মারামারি বিস্ফোরক দ্রব্য আইনে তাকে গ্রেফতার করা হয়।

জামিন শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন শেখ তৈয়েব হোসেন নুর ও বাদীপক্ষের আইনজীবী ছিলেন বিএম ইকরামুল হক।

এদিকে রশীদুজ্জামানকে আদালতে নেওয়ার সময় তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়। উপজেলা বিএনপির সিনিয়র নেতা এসএম এনামুল হক আসলাম পারভেজের নেতৃত্বে মিছিলে অংশ নেয় বিএনপি, অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ।

এ সময় সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে রশীদুজ্জামানকে কঠোর নিরাপত্তা দিয়ে থানায় নিয়ে যায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম