Logo
Logo
×

সারাদেশ

লক্ষ্মীপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১০:৩৮ পিএম

লক্ষ্মীপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া থেকে লক্ষ্মীপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা হাশেম আহমেদ রূপমকে গ্রেফতার করা হয়েছে। একটি চাঁদাবাজি মামলায় রামগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বুধবার বিকালে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

রামগঞ্জ থানা পুলিশ জানায়, সম্প্রতি চাঁদাবাজির ঘটনায় কাজল নামে এক ব্যক্তি রামগঞ্জ থানায় একটি মামলা করেন। হাশেম ওই মামলার এজাহারভুক্ত আসামি। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কাওতলি এলাকা থেকে রামগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বুধবার তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতার হাশেম লক্ষ্মীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার বাসিন্দা। 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, গ্রেফতার হাশেম একটি চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম