Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুরে কবর থেকে তোলা হলো সামচু মোল্লার লাশ

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১০:৩৬ পিএম

ফরিদপুরে কবর থেকে তোলা হলো সামচু মোল্লার লাশ

ফরিদপুরে ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সামচু মোল্লার লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের আলিপুর কবরস্থান থেকে তার লাশ তুলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তন্ময় ইসলাম জানান, গত ১২ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নিহত সামচু মোল্লার লাশ তুলে ময়নাতদন্তের আদেশ দেন। এ আদেশের পরিপ্রেক্ষিতে সামচু মোল্লার লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়।

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।

নিহতের ছেলে মাহমুদুল ইসলাম রাজু জানান, গত ৫ আগস্ট বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহরের থানা মোড়ে তার বাবা গুলিবিদ্ধ হয়ে মারা যান।

নিহতের ভাই উজ্জ্বল মোল্লা বলেন, আদালতের নির্দেশে লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত শেষে বিকাল ৪টার দিকে আবার আলীপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ফরিদপুর শহরের থানা মোড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান বাসচালক সামচু মোল্লা। এ ঘটনায় তার স্ত্রী মেঘলা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম