Logo
Logo
×

সারাদেশ

এশিয়ান টিভির সাংবাদিকের ওপর হামলা, আটক ২

Icon

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১০:৩৪ পিএম

এশিয়ান টিভির সাংবাদিকের ওপর হামলা, আটক ২

সংবাদ প্রকাশের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন এশিয়ান টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না। এ ঘটনায় মামলার পর জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আসামিরা হলেন- উপজেলার গিরিশনগর গ্রামের মানিক মিয়ার পুত্র জসিম উদ্দিন ও টিলাগাঁও গ্রামের মৃত হারুন মিয়ার পুত্র মোহাম্মদ রাজিব মিয়া।

উল্লেখ্য, গেল বছর আসামি জসিম উদ্দিনের অপকর্ম নিয়ে একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মুন্না। এরই পরিপ্রেক্ষিতে গেল বছরের ২১ আগস্ট মাদক সেবনের সরঞ্জামসহ তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বানী চৌধুরী আটক আসামি জসিম উদ্দিনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরদিন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় এ সংবাদটি প্রকাশিত হয়।

এর জের ধরে মঙ্গলবার দুপুরে সংবাদকর্মী মুন্না বাড়ি থেকে দোয়ারাবাজার উপজেলা সদরে যাওয়ার পথে গিরিশনগর গ্রামে আসামি রাজীব ও জসিম উদ্দিনসহ তাদের ভাড়াটে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় প্রাণ রক্ষার্থে চিৎকার দিলে মুন্নাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। 

এদিকে এ ঘটনায় কোনো মামলা বা আইনের আশ্রয় নিলে পরিবারের লোকজনসহ তাকে (মুন্না) হত্যা করে লাশ গুম করার হুমকি দেয় আসামিরা। এমতাবস্থায় নিরাপত্তার স্বার্থে এ ঘটনায় দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, সাংবাদিক মুন্নার ওপর হামলার ঘটনায় অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে সাংবাদিক মুন্নার ওপর হামলার ঘটনায় দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তাজুল ইসলাম (যুগান্তর), সহ-সভাপতি মাস্টার কামাল উদ্দিন (জালালাবাদ), সহ-সভাপতি এমএ মোতালিব ভূইয়া (সংবাদ), সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ মাশুক নাঈম (ইনকিলাব), যুগ্ম সম্পাদক সোহেল মিয়া (নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সিসহ (ইত্তেফাক) প্রেসক্লাবের সব সদস্য, যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সারোয়ার আজাদ, দোয়ারাবাজার, ছাতক ও সুনামগঞ্জের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাকি আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম