Logo
Logo
×

সারাদেশ

বাগমারায় মাছ চাষ নিয়ে বিরোধে ২১ কৃষককে পিটিয়ে আহত

Icon

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০৯:২৫ পিএম

বাগমারায় মাছ চাষ নিয়ে বিরোধে ২১ কৃষককে পিটিয়ে আহত

বাগমারায় বিলসুতি বিল দখল করে মাছচাষ করা নিয়ে বিরোধের জেরে ২১ জন কৃষককে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে প্রভাবশালী মহল। 

আহতদের মধ্যে হেলাল উদ্দিন, রহিদুল ইসলাম, সৈয়দ আলী, গয়ের আলী, সোহরাব হোসেন, এমরান হোসেন, নাজমুল হোসেন, জুয়াদ আলী, বেলাল হোসেন, শহিদুল ইসলাম ও রইচ উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, বিলসুতি বিল সংলগ্ন ১০-১২টি গ্রামে প্রায় ৮৪০টি মৎস্যজীবী পরিবার রয়েছে। আজীবন ধরে তারা ওই বিলে স্বাধীনভাবে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিলেন। 

কিন্তু সম্প্রতি এলাকার প্রভাবশালী সেলিম মাস্টার, রাজু মাস্টার, ইসলাম সরদার, নজরুল ইসলাম, ছলিম উদ্দিন ও বাবুল মাস্টারের নেতৃত্বে ২০-২৫ জন প্রভাবশালী ব্যক্তি ক্ষমতার দাপট দেখিয়ে ওই বিলে লাল নিশানা টাঙিয়ে দিয়ে বিলটি দখল করে নেয়। 

এ নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার রাতে দ্বীপপুর বাজারে প্রভাবশালী ইসলাম সরদার, নজরুল ইসলাম ও ছলিম উদ্দিনের নেতৃত্বে তাদের ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনীর লোকজন ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে কৃষকদের ওপর হামলা চালায়। এতে অন্তত ২১ জন কৃষকের মাথা ফাটিয়ে গুরুতর জখম করা হয়। 

বাগমারা থানার ওসি তৈহিদুল ইসলাম বুধবার বলেন, বিল সংলগ্ন এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম