ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে একজনের মৃত্যু
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০৭:০২ পিএম
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে জহুরা খাতুন নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তহুরা খাতুন (২৪) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলাবাগান এলাকার মো. মিজানুর রহমানের স্ত্রী। জহুরা খাতুন গৌরীপুরেই বসবাস করেন। গত সেপ্টেম্বরের শেষের দিকে সাভার আশুলিয়ায় গিয়ে তিনি ডেঙ্গু আক্রান্ত হন। ডেঙ্গুর পাশাপাশি তিনি লিভার, ফুসফুস, রক্তে ইনফেকশনসহ জটিল রোগে ভুগছিলেন।
ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, গত ১৫ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন জহুরা বেগম। মঙ্গলবার দিবাগত রাতে তিনি মারা যান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ওয়ার্ডে ২০ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে মোট ৩৭ জন ভর্তি আছেন। তাদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. জাকিউল ইসলাম জানান, চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই ডেঙ্গু রোগী ভর্তি হতে থাকে। তবে ১৭ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় চালু করা হয়েছে ৬০ শয্যার আলাদা ডেঙ্গু ওয়ার্ড। ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে। ডেঙ্গু রোগীদের সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিতে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা প্রস্তুত রয়েছেন।