Logo
Logo
×

সারাদেশ

জয়পুরহাটে ডাকাতি মামলায় ৫ জনের যাবজ্জীবন

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০৬:৩৭ পিএম

জয়পুরহাটে ডাকাতি মামলায় ৫ জনের যাবজ্জীবন

জয়পুরহাটে বাড়ির লোকজনকে বেঁধে রেখে ডাকাতির মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।  এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর পাশাপাশি আরেকটি ধারায় তাদের সবাইকে আরও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাসরা খাঁপাড়ার সূর্য ফকিরের ছেলে ফজলু, মৃত আমের আলীর ছেলে তাজেল, সদর উপজেলার পুরানাপৈল এলাকার মৃত ইব্রাহিম মন্ডলের ছেলে মুকুল হোসেন পাংকু, কোচনাপুরের মৃত আব্দুল গফুরের ছেলে আনোয়ার হোসেন ও আমসাহাপুর-পালি গ্রামের দোলোয়ার হোসেনের ছেলে মিঠুন হোসেন। এদের মধ্যে ফজুল, মুকুল ও মিঠুন পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি রাতে জয়পুরহাটের সদর উপজেলার ভাদশা গ্রামের গোলাম মাহমুদ মণ্ডল রাতের খাবার খেয়ে পরিবারসহ ঘুমিয়ে পড়েন। সেই রাতে একদল ডাকাত তার বাড়িতে প্রবেশ করে। এ সময় তার পরিবারের লোকজনকে ডাকাতরা মারপিট করে হাত-পা বেঁধে রেখে স্বর্ণালংকার, টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে। 

পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। এরপর পুলিশ ও স্থানীয়রা পরিবারের লোকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় ২১ ফেব্রুয়ারি সদর থানায় মামলা করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম