Logo
Logo
×

সারাদেশ

পুলিশ দেখে পানিতে ঝাঁপ, সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০৩:৪০ এএম

পুলিশ দেখে পানিতে ঝাঁপ, সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

গ্রেফতার এড়াতে পানিতে ঝাঁপ

চাঁদপুরের শাহরাস্তিতে গ্রেফতার এড়াতে পুলিশ দেখে দীঘির পানিতে ঝাঁপ দিয়ে ডুবে ছফিউল্লাহ ওরফে ছবুর (৫৫) নামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শাহরাস্তি মাজার দীঘিতে স্থানীয়রা জাল ফেলে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। ছবুর পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

স্থানীয় লোকজন জানান, একটি মামলায় ৬ মাসের সাজা পরোয়ানা থাকায় শাহরাস্তি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেফতারে অভিযান চালায়। ওইসময় গ্রেফতার এড়াতে সে মাজারের দীঘিতে ঝাঁপ দেয়। সাথে সাথে পুলিশ তাকে উদ্ধারে পানিতে ঝাঁপ দিলেও সে পানির গভীরে তলিয়ে যায়। এক পর্যায়ে এলাকার লোকজন দীঘিতে জাল ফেলে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

পৌরসভার ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী আঃ কুদ্দুস রানা জানান, তারা বিকেলে এলাকার লোকজন এবং নিহত ছফিউল্লাহসহ এক ঘটনার সমাধানে বৈঠকে বসেন। ছফিউল্লাহ বৈঠক থেকে বের হলে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালায়। ওইসময় সে পুকুরে ঝাঁপ দিলে পানির নিচে তলিয়ে যায়।

পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এলাকাবাসী নৌকা ও জাল ফেলে ছফিউল্লাহকে উদ্ধারের চেষ্টা চালায়। একপর্যায়ে মাছ ধরার জাল দিয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তি মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী। তিনি পুলিশ দেখেই দীঘিতে ঝাঁপ দেন। সেখানে তিনি পানিতে তলিয়ে যান। তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম