চট্টগ্রাম শিক্ষাবোর্ড
বার বার ঘেরাও ও কর্মচারিদের হেনস্তার প্রতিবাদে মানববন্ধন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১২:২৮ এএম
ছবি: সংগৃহীত
বার বার ঘেরাও ও কর্মচারিদের হেনস্তা করার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কর্মকর্তা ও কর্মচারিরা। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের অভিভাবককে তাদের সন্তানদের বুঝানোর জন্য অনুরোধ করেন চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম। এ সময় সংশ্লিষ্টরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারিদের নিরাপদ কর্মপরিবেশের দাবি জানান।
মনাববন্ধনে চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যান রেজউল করিম বলেন, বার বার শিক্ষার্থীরা এসে শিক্ষাবোর্ড ঘেরাও করছে। অনেক কর্মচারীকে হেনস্তা করেছে। অভিভাবকদের অনুরোধ করছি আপনাদের ছেলে-মেয়েদের বুঝান। তাদেরকে ঘরে নিয়ে যান। আমি বার বার তাদের বুঝানোর চেষ্টা করেছি। কিন্তু তারা তাদের অযৌক্তিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাছাড়া শিক্ষাবোর্ডে রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে। আন্দোলনকারীদের মধ্যেও অনেক দুষ্কৃতিকারী থাকতে পারে। তারা এ আন্দোলনকে অন্য দিকে নিয়ে যেতে পারে। সেজন্য শিক্ষার্থীদের সর্তক থাকতে হবে।
তিনি আরও বলেন, গত ১৫ অক্টোবর ২০২৪ সালের এইচএসসির ফলাফল প্রকাশিত হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুসরণ করে আমরা ফলাফল দিয়েছি। এ বছরও গত বছরের কাছাকাছি ফলাফল হয়েছে। শিক্ষার্থীদের অনুরোধে আমরা পরীক্ষাও পিছিয়েছি বার বার। তাদের দাবির প্রেক্ষিতে পরীক্ষার কিছু অংশও বাতিল করেছি। মাত্র ৭টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যেসব পরীক্ষা হয়নি সে সব বিষয়ে এসএসসির নম্বরের ভিত্তিতে আমরা ফলাফল দিয়েছি। এরপরও বর্তমানে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তা কোনভাবেই যৌক্তিক নয়।
এ সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক আমিরুল মোস্তফা, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান, কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক, উপ সচিব বেলাল হোসেন, উপ কলেজ পরিদর্শক বিজয় ভৌমিকসহ কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।