Logo
Logo
×

সারাদেশ

লরি ধর্মঘট স্থগিত, ৩৪ ঘণ্টা পর কনটেইনার পরিবহণ শুরু

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ১০:৫১ পিএম

লরি ধর্মঘট স্থগিত, ৩৪ ঘণ্টা পর কনটেইনার পরিবহণ শুরু

প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকরা ধর্মঘট স্থগিত করায় ৩৪ ঘণ্টা পর চট্টগ্রাম বন্দরে কনটেইনার আনা-নেওয়া শুরু হয়েছে। 

শ্রমিক সংশ্লিষ্ট গাড়ি মালিকপক্ষ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে বৈঠকের পর মঙ্গলবার বিকাল ৪ টার দিকে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকরা। এরপর সন্ধ্যা থেকে কনটেইনার পরিবহণের কাজে ব্যবহৃত এসব গাড়ি চলাচল শুরু হয়।

চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার, কনক্রিট মিক্সার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. সেলিম খান সন্ধ্যায় যুগান্তরকে বলেন, বৈঠকে আমাদের দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী বৃহস্পতিবার আবার বৈঠক হবে। জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে আমরা সেই পর্যন্ত ধর্মঘট স্থগিত করেছি। যদি পরের বৈঠকে কোনো সিদ্ধান্ত না হয়, তাহলে আমরা অনির্দিষ্টকালের ধর্মঘটে যেতে বাধ্য হব।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার, কনক্রিট মিক্সার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়ন সোমবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার জন্য এ ধর্মঘটের ডাক দিয়েছিল। সংগঠনটির নেতারা জানান, মোহাম্মদীয়া এন্টারপ্রাইজ ও আসিফ ইন্টারন্যাশনাল নামক দুটি প্রতিষ্ঠানের অধীনে চলাচলকারী ট্রেইলার চালক ও সহকারীদের নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র প্রদানের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। এ কারণে তারা ধর্মঘটে যেতে বাধ্য হন।

ধর্মঘটের কারণে সোমবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে অনচেসিস কনটেইনার আনা-নেওয়া বন্ধ হয়ে যায়। একইসঙ্গে বেসরকারি ডিপোগুলো থেকে রফতানি পণ্যবোঝাই কনটেইনার বন্দরে যেতে পারেনি। বন্দর থেকে আমদানি পণ্যের কনটেইনারও ডিপোতে আসেনি। এর ফলে ডিপোগুলোতে বেড়ে গেছে রফতানি কনটেইনারের চাপ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম