জেডআই খান পান্নার বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি আইনজীবীদের
যশোর ব্যুরো
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ১০:৪৯ পিএম
সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নার বিরুদ্ধে মামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছেন গণতান্ত্রিক আইনজীবী সমিতি নেতারা। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা আইনজীবী সমিতির সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে পান্নার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা বলেন, পান্না একজন মুক্তিযোদ্ধা, মানবাধিকারকর্মী ও প্রগতিশীল গণতান্ত্রিক চেতনাসম্পন্ন মানুষ। তিনি অতীতেও সব ধরনের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সোচ্চার ছিলেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে ছাত্র সমন্বয়কদের ডিবি কার্যালয়ে তুলে নেওয়ার প্রতিবাদে আদালত প্রাঙ্গণে জেডআই খান পান্না সক্রিয় ছিলেন। আন্দোলনকারীদের অবৈধভাবে আটক ও ছাত্র-জনতার ওপর পুলিশ-বিজিবির গুলিবর্ষণ বন্ধের জন্য হাইকোর্টে রিট আবেদন করায় অগ্রণী ভূমিকা পালন করেছেন।
কিন্তু বর্তমান সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করার কারণেই এই জ্যেষ্ঠ আইনজীবীর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে। এ ধরনের ঘটনা ঘটতে থাকলে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের জন্য যারা প্রকৃত দায়ী, তারা আড়ালে থেকে যেতে পারে। সংশ্লিষ্টদের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।
অ্যাডভোকেট আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট কাজী ফরিদুল ইসলাম, আমিনুর রহমান হিরু, চণ্ডীচরণ মজুমদার, স্বপন ভদ্র, বাসুদেব বিশ্বাস, মোস্তফা হুমায়ুন কবির প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন অ্যাডভোকেট মাহমুদুল হাসান বুলু।