Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজারে টর্চার সেলের সন্ধান

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ১০:০৮ পিএম

কক্সবাজারে টর্চার সেলের সন্ধান

কক্সবাজার শহরের পুরাতন জাদিরাম বৌদ্ধ বিহারের পাহাড়ে একটি অপরাধী চক্রের টর্চার সেলের সন্ধান পেয়েছে র‌্যাব। অভিযানে দেশীয় অস্ত্রসহ চক্রের চারজন সদস্যকে আটক করা হয়েছে। সোমবার মধ্যরাতে অভিযানটি চালানো হয় বলে জানিয়েছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, চক্রটি দীর্ঘদিন ধরে পর্যটকসহ সাধারণ মানুষকে অপহরণ করে জিম্মি করে নির‌্যাতন চালিয়ে মুক্তিপণ আদায় করে আসছিল।

আটককৃতরা হলেন— কক্সবাজার শহরের ঘোনারপাড়ার বান্টু দাশের ছেলে উজ্জ্বল দাশ, মৃত বিমল দের ছেলে উৎপল দে, মৃত দুলাল ধরের ছেলে বিধান ধর, এবং কাজল রুদ্রের ছেলে অন্তর রুদ্র।

কামরুজ্জামান বলেন, কক্সবাজার শহরের পুরাতন জাদিরাম বৌদ্ধ বিহারের পাহাড়ের পরিত্যক্ত একটি ঘরে চক্রটি তাদের কার্যক্রম পরিচালনা করত। সেখানে জিম্মি করে পর্যটক ও সাধারণ মানুষের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হতো। অভিযানকালে চক্রের কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও র‌্যাব চারজনকে আটক করতে সক্ষম হয়। অভিযানে একটি কিরিচ দা, তিনটি ছোরা, দুইটি প্লাস্টিকের লাঠি, একটি লম্বা রশি এবং তিনটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম