Logo
Logo
×

সারাদেশ

২২ টাকার জন্য গচ্চা ২ হাজার টাকা

Icon

ব্রা‏হ্মণবাড়িয়া ও কসবা প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৯:৫২ পিএম

২২ টাকার জন্য গচ্চা ২ হাজার টাকা

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেন উপজেলা প্রশাসন। পটোল কেজিতে ২২ টাকা বেশি নেওয়ার জন্য গচ্চা দিতে হলো ২ হাজার টাকা।

মঙ্গলবার দুপুরে ৩৮ টাকার পটল ৬০ টাকা বিক্রি করায় এক সবজি বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করেছেন সেই ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম সরোয়ার।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বাজার মূল্যে বৃদ্ধি পাচ্ছে; যা নিম্ন ও মধ্যবিত্তদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এসব দ্রব্যমূল্যে দাম নিয়ন্ত্রণ রাখতে মঙ্গলবার দুপুরে বাজার দর নিয়ন্ত্রণে রাখতে কসবা পুরাতন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম সরোয়ার। এ সময় তিনি এক কাঁচামাল ব্যবসায়ীকে ৩৮ টাকার পটোল ৬০ টাকা বিক্রি করায় ২ হাজার টাকা জরিমানা করেছেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম সরোয়ার বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ রাখতে আজকে এ অভিযান। আমরা মুদি দোকান থেকে শুরু করে কাঁচাবাজারসহ প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছি। কেউ যেন অতিরিক্ত মূল্যে বিক্রি না করে ন্যায্যমূল্যে মালামাল বিক্রি করে। কাঁচাবাজারে এক বিক্রেতা ৩৮ টাকার পটোল ৬০ টাকায় বিক্রি করায় সতর্কতামূলক ২ হাজার টাকা জরিমানা করেছি। এ অভিযান অব্যাহত থাকবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম